বুধবার ২২ মার্চ ২০২৩ ৮ চৈত্র ১৪২৯

গোবিন্দগঞ্জে সাবেক এমপি আবুল কালামের মতবিনিময়
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:০২ এএম আপডেট: ২৮.১১.২০২২ ১১:২৪ এএম | অনলাইন সংস্করণ

ছবি: ডেল্টা টাইমস্

ছবি: ডেল্টা টাইমস্

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবসমাজের উদ্যোগে স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সঙ্গে জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে  রোববার (২৭ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত।

মতবিনিময় সভায় মো. সেকেন্দার আলী বাদশা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে শেখ হাসিনা বদ্ধপরিকর। তাই দেশের চলমান উন্নয়কে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ বিজয়ী করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান মুন্নু, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানিগন্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও গুমানিগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, সাপমারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেকুল বাসার দুলাল, ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন মন্ডল, পৌর যুবলীগ নেতা বিদ্যুৎ,গাইবান্ধা জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আবদুস সালাম, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মমিন শেখ রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



ডেল্টা টাইমস্/আইনুন নাহার/সিআর/একে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com