বন্ধ হচ্ছে অ্যামাজনের বিশেষ পরিষেবা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বন্ধ হচ্ছে অ্যামাজনের বিশেষ পরিষেবা ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আগামী ২৯ ডিসেম্বরের পর থেকে অ্যামাজনে খাবার অর্ডার করা করা যাবে না। তবে প্রতিষ্ঠানগুলা চাইলে আমাজনের টুল ও রিপোর্ট আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এদিকে টুইটারের পথ ধরে অ্যামাজনও হাজার দশেক কর্মীকে ছাঁটাই করতে চলেছে। সংস্থাটির কয়েকটি ব্যবসায় মন্দা দেখা দিয়েছেও বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এই পরিস্থিতিতেই ছাঁটাই ছাড়া উপায় দেখছে না তারা। তবে ভারতে খাবার ডেলিভারি বন্ধও কি সেই সিদ্ধান্তেরই প্রতিফলন কি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন করছেন অনেকেই। কিন্তু কেন হঠাৎ এতজন কর্মীকে একসঙ্গে ছেঁটে ফেলছে অ্যামাজন ? জানা গেছে, চলতি বছরে লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। সেই কারণেই প্রায় দশ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই আমাজনের তরফে জানানো হয়েছিল, আপাতত নতুন করে নিয়োগ দেওয়া হবে না। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |