সৌদি আরবের পেনাল্টি মিস, এগিয়ে পোল্যান্ড
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সৌদি আরবের পেনাল্টি মিস, এগিয়ে পোল্যান্ড এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার (২৬ নভেম্বর) বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে পোল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব এবার জিতলে প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকেট পেয়ে যাবে। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে পোল্যান্ড। ত্রয়োদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় সৌদি আরব। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে জোরাল শট নেন মোহামেদ কাননো। বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ২৭তম মিনিটে কর্নারে পোল্যান্ডের ক্রিস্টিয়া বেইলিকের হেড ছিল সঠিক পথে, তবে হেডেই বিপদমুক্ত করেন সৌদি আরবের সালেহ আল-শেহরি। ৩৯তম মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান রবের্ত লেভানদোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। বাইলাইনের কাছাকাছি থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি। খানিক পরই ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান স্ট্যাসনি। ফিরতি বল উড়িয়ে মারেন মোহামেদ আল-ব্রেইক। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |