বগুড়ার শেরপুরে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা শুরু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
বগুড়ার শেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় মেধা খাটিয়ে উদ্ভাবন করেছে বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি ও প্রযুক্তি। যা ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন সম্ভব বলে মনে করছে শিক্ষার্থীরা। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরাও ধারণা পাবেন, হয়ে উঠবেন বিজ্ঞান মনস্ক। বুধবার (২৩ নভেম্বর) সকালে শেরপুর উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পয়াডে ঢল নেমেছে দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের। ![]() বগুড়ার শেরপুরে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা শুরু আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের মেধা খাটিয়ে আরও বেশি এগিয়ে যাবে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ হবে। যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে শিক্ষার্থীরা। এদিকে মেলার প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে। মেলা দেখতে এসে অনেকেই প্রযুক্তির ব্যবহার ও নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহ পেয়েছেন। বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করবে মনে করছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা। তিনি বলেন, আগ্রহ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করবে। ![]() উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার স্টল পরিদর্শন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম। উপস্থিত রয়েছেন অধ্যক্ষ আব্দুল হাই, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিনসহ আরো অনেকে। ছবি: প্রতিনিধি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে শেরপুর উপজেলা প্রশাসন এ ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার আয়োজন করে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, আওয়ামীলীগ নেতা শামিম ইফতেখার, প্রফেসর আনিছুর রহমান, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। বিডি ক্যাম্পাস/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |