এবার অপুকে খোঁচা দিলেন বুবলী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() এবার অপুকে খোঁচা দিলেন বুবলী গত মঙ্গলবার (২২ নভেম্বর) বুবলীর নিউজের লিংক অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এবার বুবলী অপুকে খোঁচা দিয়ে পাল্টা ফেসবুকে পোষ্ট দিয়েছেন। যদিও এই পোস্টে কেউই কারো নাম উল্লেখ করেননি। বুবলী লিখেছেন: ‘'একজন হঠাৎ করেই বলে উঠলো, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।’ গতকাল ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’ এমন শিরোনামের একটি নিউজ লিংক ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি দিয়ে এই চিত্রনায়িকা লিখেছেন: ‘কি যে মজা মজা।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |