ইসলামের দৃষ্টিতে হুন্ডি ব্যবসা কি বৈধ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ইসলামের দৃষ্টিতে হুন্ডি ব্যবসা কি বৈধ আর শরিয়তের মাপকাঠিতে নাজায়েজ প্রমাণ করার জন্য দলিল লাগে। তাই শরয়ি দৃষ্টিকোণ থেকে হুন্ডি ব্যবসাকে নাজায়েজ বলা যায় না। মূলত এটি হচ্ছে মুদ্রা বিনিময় তথা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রার বিনিময় ক্রয়-বিক্রয়। (ফতোয়ায়ে শামি: ৫/১৩১, ফাতহুল মুলহিম: ১/৫৯০ ফতোয়ায়ে কাসিমিয়া: ২০/২৬৬) তবে মজলিসেই কমপক্ষে একপক্ষের কারেন্সি হস্তগত করা জায়েজ হওয়ার শর্ত। যদি একপক্ষও তাদের বিনিময়কৃত কারেন্সি হস্তগত না করে তাহলে ক্রয় বিক্রয়টি জায়েজ হবে না। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ ...এ দ্রব্যগুলো যদি একটি অপরটির ব্যতিক্রম হয় (অর্থাৎ পণ্য এক জাতীয় না হয়) তোমরা যেরূপ ইচ্ছা বিক্রি করতে পারো যদি হাতে হাতে (নগদে) হয়। (মুসলিম: ১৫৮৭) কিন্তু হুন্ডি ব্যবসায় যেহেতু সরকার রেমিটেন্স থেকে বঞ্চিত হয় এবং বর্তমান প্রেক্ষাপটে হুন্ডি ব্যবসা নানা অকল্যাণের কারণ, তাই রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলা উচিত। মেনে চলার পক্ষে বড় যুক্তি হচ্ছে- হুন্ডি ব্যবসা করতেই হবে এমন কিছু ইসলামে নেই। আর শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন কোনো বিষয়কে সরকার নিষেধ করলে তা নাগরিকদের মেনে চলা উচিত এবং এ ধরনের ব্যবসা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তাওফিক দান করুন। আমিন। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |